গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিষদ কার্যালয়
ফরিদগঞ্জ, চাঁদপুর ।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের জুলাই-২০১৩ইং মাসের মাসিক সভার কার্যবিবরণী
সভাপতি ঃ জনাব মোজাম্মেল, চেয়ারম্যান
উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ, চাঁদপুর ।
সভার তারিখ ঃ ২৮ জুলাই, ২০১৩খ্রিঃ রবিবার বেলা ১১-০০টা ।
স্থান ঃ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, ফরিদগঞ্জ ।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। অতঃপর বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনানো হয়। বিসত্মারিত আলোচনামেত্ম আপত্তি বা সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে ইহা দৃঢ়করণ করা হয়। সভাপতি মহোদয়ের অনুমোদনক্রমে উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ সভার কাজ পরিচালনা করেন। এরপর আলোচ্যসূচী অনুযায়ী বিভাগ ভিত্তিক কাজের অগ্রগতি ও বাসত্মবায়ন সম্পর্কে নিম্নোক্ত আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয় ।
নং | আলোচনা | সিদ্ধামত্ম | বাসত্মবায়নে |
০১ | আইসিটি বিষয়কঃইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, ইউআইএসসি সমূহের চলতি মাসের আয় গত মাসের চেয়ে অনেকটা কমে গিয়েছে। যা মোটেই কাম্য নহে। | প্রতি মাসে ইউ,আই,এস,সি, ব্যবস্থাপনা কমিটির সভা করে এর কার্যক্রমের গতিশীলতা ও আয় বৃদ্ধির কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউ,পি, চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়। | ইউ,পি, চেয়ারম্যান।
|
০২ | উপজেলা প্রকৌশল বিভাগঃউপজেলাধীন বিভিন্ন ÿতিগ্রস্থ/ভাঙ্গা রাসত্মা সমূহ নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে উপজেলা প্রকৌশলী জানান এ খাতে ২ (দুই) কোটি টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামত কাজ সম্পন্ন করা হবে। | আলোচ্য মেরামত কাজ সম্পন্ন করার জন্য ÿতিগ্রস্থ/ভাঙ্গা রাসত্মার অগ্রাধিকার তালিকা প্রস্ত্তত পূর্বক উপজেলা প্রকৌশলী বরাবরে দাখিল করার জন্য ইউ,পি, চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়। | ইউ,পি, চেয়ারম্যান (সকল)।
|
০৩ | কৃষি বিভাগঃ(ক) উপজেলা কৃষি অফিসার-এর প্রতিনিধি চলতি মৌশুমের রোপা আমন নিয়ে আলোচনা করে জানান খরিপ-২ মৌশুমে রোপা আমন আবাদের লÿ্যমাত্রা উফসী-৮,২৮১ হেঃ এবং স্থানীয়-১২৫হেঃ। অর্থ্যাৎ সর্বমোট ৮,৪০৬ হেঃ। এ যাবত উফসী ৭০৫ হেক্টর ও স্থানীয় ৫ হেক্টর আবাদ হয়েছে। (খ) চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরÿণ ও বিতরন প্রকল্পের অধীন ১০টি ও সমন্বিত পূর্বাঞ্চলীয় প্রকল্পের অধীন ২৫টি প্রদর্শনী স্থাপনের লÿ্যমাত্রা পাওযা গিয়েছে। প্রদর্শনী স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন। (গ) রাসায়নিক সার মজুত পরিস্থিতি সমেত্মাষজনক। | (ক) রোপা আমনের লÿ্যমাত্রা শতভাগ অর্জনে জন্য কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।
(খ) আলোচ্য প্রদর্শনী বাসত্মবায়নের নিমিত্ত উপজেলা কৃষি অফিসারকে সার্বিক সহযোগিতা করার জন্য ইউ,পি, চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।
(গ) সারের সঠিক ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। | উপজেলা কৃষি অফিসার।
ইউ,পি, চেয়ারম্যান।
উপজেলা কৃষি অফিসার। |
০৪ | মৎস্য বিভাগঃউপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) জানান, আভ্যমত্মরিন খাস জলাশয় এবং প্রাতিষ্ঠানিক খাস জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের জন্য ১ (এক) লÿ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। এ লÿÿ্য প্রতিটি ইউনিয়ন থেকে ১টি করে প্রাতিষ্ঠানিক জলাশয়ের তালিকা দাখিলের জন্য ইউ,পি, চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করে প্রসত্মাব রাখেন। | আলোচ্যমতে পোনা অবমুক্তি কার্যক্রম বাসত্মবায়নের নিমিত্ত প্রতি ইউনিয়ন থেকে ১টি করে প্রাতিষ্ঠানিক জলাশয়ের তালিকা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জরম্নরীভাবে দাখিল করার জন্য ইউ,পি, চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়। | ইউ,পি, চেয়ারম্যান।
|
০৫ | প্রাণিসম্পদ বিভাগঃ (ক) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান, সাইট লাইনের মাধ্যেমে অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহনকারী খামারীদের অবিলম্বে উক্ত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতঃ সংশিস্নষ্ট কর্তৃপÿ বরাবরে আবেদনের মাধ্যমে আলাদা মিটার সংযোগ দ্বারা বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। (খ) পশু খাদ্য বিক্রেতাদের নিবন্ধনের জন্য কর্তৃপÿ বরাবরে আবেদন দাখিল পূর্বক লাইসেন্স গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নোটিশ প্রদান করা হয়েছে মর্মে উক্ত কর্মকর্তা সভায় অবহিত করেন। | (ক) আলোচ্য মতে পোল্ট্রি খামারীদের আলাদা মিটার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদানে সহযোগিতা প্রদানের জন্য ডি,জি,এম, পলস্নী বিদ্যুৎ, ফরিদগঞ্জকে অনুরোধ জানানো হয়।
(খ) নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ে আবেদন দাখিলে অনিহা প্রকাশকারীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। | ডি,জি,এম, পলস্নী বিদ্যুৎ, ফরিদগঞ্জ জোনাল অফিস।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। |
০৬ | ত্রাণ ও পুনর্বাসন বিভাগঃ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলÿÿ এ উপজেলায় ১৭,০০০টি কার্ডের ভিজিএফ চাউলের বরাদ্দ পাওয়া গিয়েছে। ইউনিয়ন ভিত্তিক বিভাজনকৃত কার্ডসংখ্যা সভায় ইউ,পি, চেয়ারম্যানদের জানিয়ে দেয়া হয়। | ইউনিয়ন পরিষদের সভা অনুষ্ঠান পূর্বক ওয়ার্ড ভিত্তিক কার্ডসংখ্যা উপ-বন্টন ক্রমে সংশিস্নষ্ট কার্ডধারীদের নামের তালিকা উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তার নিকট দাখিল করার জন্য ইউ,পি, চেয়ারম্যানদের সভায় অনুরোধ জানানো হয়। | ইউ,পি, চেয়ারম্যান।
|
০৭ | স্বাস্থ্য বিভাগঃ (ক) সভায় যÿাউত্তর পুনঃ এ রোগে আক্রামত্ম রোগীর বিষয়ে আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার প্রতিনিধি জানান, ফরিদগঞ্জ উপজেলায় এ সংক্রামত্ম একজন রোগী সনাক্ত হয়েছে। রোগীটির নিবাস ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নস্থ গাজীপুর গ্রামে। উক্ত রোগীর চিকিৎসা সেবা প্রদানসহ সকল ঔষধ বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রদান করবে। রোগটি ভয়াবহ এবং ছোঁয়াচে বিধায় এ রোগীর বিষয়ে সংশিস্নষ্ট ইউ,পি, চেয়ারম্যান কর্তৃক সার্বিক নজরদারী রাখার প্রসত্মাবনা করা হয়। (খ) বিগত সভার সিদ্ধামেত্মর উদ্ধৃতি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে ইনজুরি(আহত) সার্টিফিকেট প্রদান বিষয়ে পুনঃ আলোচনা হয। | (ক) যÿাউত্তর পুনঃ আক্রামত্ম রোগের বিষয়ে সচেতন হওয়ার জন্য সংশিস্নষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। সে সাথে আলোচ্য রোগীর থেকে এ রোগের সংক্রামন প্রতিরোধের নিমিত্ত প্রসত্মাবনামতে সার্বিক নজরদারী রাখার জন্য ও প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চেয়ারম্যান, ৮নং পাইকপাড়া(দঃ) ইউ,পি, কে অনুরোধ জানানো হয়।
(খ) মেডিকেল অফিসার কর্তৃক যে কোন ইনজুরি সার্টিফিকেট প্রদানকালে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়ে সার্টিফিকেটে স্বাÿর করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে পুনঃ অনুরোধ জানানো হয়। | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও চেয়ারম্যান, ৮নং পাইকপাড়া(দঃ) ইউ,পি,।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা।
|
০৮ | পরিবার পরিকল্পনা বিভাগঃউপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি জুন/২০১৩ মাসের পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি ব্যবহারের পরিসংখ্যান সভায় তুলে ধরেন। দেখা যায় স্থায়ী ও অস্থায়ী সকল প্রকার পদ্ধতি ব্যবহারের হার কিছুটা হ্রাস পেয়েছে। | পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধির লÿÿ্য মাঠকর্মীদের কার্যক্রমের বিভাগীয় তদারকি জোড়দার করণে কার্যকরী পদÿÿপ গ্রহনের জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
|
০৯ | প্রাথমিক শিÿা বিভাগঃ(ক) উপজেলা শিÿা অফিসার জানান, প্রাথমিক শিÿার জন্য উপবৃত্তি প্রকল্পের আওতায় ৪র্থ কিসিত্মতে বরাদ্দকৃত ৪৯,৩৪,০০০/- টাকার মধ্যে ৪৭,১৮,৬০০/- টাকা বিতরন করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা-একক ১৫,৮০৩টি এবং যৌথ ১,৬৩৪টি। অর্থ বিতরনের হার ৯৯.৯৯%। (খ) রস্ক প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ উপজেলায় আনন্দ স্কুল স্থাপনের লÿÿ্য প্রসত্মাবিত ৪৫টি লার্ণিং সেন্টারে ভর্তিযোগ্য ৮ বছর থেকে ১৪ বছর বয়সী না পড়ুয়া ও ঝরে পড়া সম্ভাব্য শিÿার্থীদের বিষয়ে সরেজমিনে যাচাই ও পুনঃ জরিপ কার্যক্রম পর্যালোচনা করে মোট ১৩টি কেন্দ্রে আনন্দ স্কুল খোলার জন্য নির্বাচন করা হয়েছে এবং শিÿার্থী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছে। অবশিষ্ট ৩২টি কেন্দ্রে চাহিদানুযায়ী প্রকৃত শিÿার্থী না থাকায় বর্তমান শিÿাবর্ষে কেন্দ্র স্থাপন করা সম্ভব হচ্ছে না। | (ক) নীতিমালা কঠোরভারে অনুসরণ পূর্বক সুবিধাভোগী পরিবার চিহ্নিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করতে ও মাঠ পর্যায়ে অর্থ বিতরণকালে তদারকি জোড়দার করার জন্য উপজেলা শিÿা অফিসারকে অনুরোধ করা হয়।
(খ) যাচাই বাছাই কার্যক্রম সমাপামেত্ম জরম্নরী ভিত্তিতে শিÿক নিয়োগ, শিÿার্থী ভর্তি ও স্কুল চালুর ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত কর্মকর্তাসহ সংশিস্নষ্টদের অনুরোধ জানানো হয়।
| উপজেলা শিÿা অফিসার। |
১০ | মাধ্যমিক শিÿা বিভাগঃ উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার জানান, শিÿা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিÿা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক এ উপজেলায় “Upazila ICT Training & resource centre” স্থাপনের ব্যাপারে সংশিস্নষ্ট কনস্ট্রাকশন প্রতিষ্ঠান-এর প্রকৌশলীসহ আরও লোকজন এসে উপজেলা পরিষদ কর্তৃক নির্ধারিত স্থানে/জমিতে বিদ্যমান কিছু জীবমত্ম খাড়া গাছ, অব্যহৃত পরিত্যক্ত বৈদ্যুতিক খুটি ও কোর্ট বিল্ডিং-এর সাইড ওয়াল অপসারন করে/ভেঙ্গে জায়গা খালি করার অনুরোধ জানিয়েছেন। | আলোচনামেত্ম ‘‘উপজেলা আইসিসিট ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার’’ এর নির্মাণ কাজ শুরম্ন করার নিমিত্ত প্রকল্প স্থানের জায়গা খালি করার লÿÿ্য আলোচ্য অব্যবহৃত ও পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যমান জীবমত্ম খাড়া গাছ সমূহ নিলামে বিক্রির মাধ্যমে অপসারনের সিদ্ধামত্ম গৃহীত হয়। এ লÿÿ্য জীবমত্ম খাড়া গাছ সমূহের মাপ গ্রহনক্রমে একটি প্রাক্কলিত মূল্য তালিকা প্রস্ত্ততের জন্য ফরেস্টার, বনবিভাগ কে অনুরোধ করা হয়। | ফরেস্টার, বন বিভাগ, ফরিদগঞ্জ।
|
১১ | মহিলা বিষয়ক বিভাগঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকায় এবং কোন কার্যপত্র দাখিল না করায় এ বিভাগের কোন আলোচনা হয় নি। | যথাসময়ে কার্যপত্র দাখিলক্রমে সভায় উপস্থিত থেকে বিভাগীয় কর্মকান্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনুরোধ করা হয়। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
১২ | উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, এ বিভাগ কর্তৃক প্রশিÿÿত যুবদের প্রদত্ত ঋণের আদায় কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে চলমান। আদায়ের হার ৯৪.৯৫%। | ঋণ আদায়ের হার শতভাগে উন্নীত করনের লÿÿ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো সক্রিয় হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে সভায় অনুরোধ জানানো হয়। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ।
|
১৩ | উপজেলা সমাজসেবা বিভাগঃউপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি সভায় জানান প্রতিবন্ধী জরিপ কার্যক্রম শেষ পর্যায়ে। | প্রতিবন্ধী জরিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে আগামী সভায় একটি প্রতিবেদন আকারে অগ্রগতির বিবরণ উপস্থাপনের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। | উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
|
১৪ | জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঃউপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফরিদগঞ্জ সভায় অনুপস্থিত থাকায় এবং কোন কার্যপত্র দাখিল না করায় এ বিভাগের কোন আলোচনা হয় নি। | যথাসময়ে কার্যপত্র দাখিলক্রমে সভায় উপস্থিত থেকে বিভাগীয় কর্মকান্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কে সভায় অনুরোধ জানানো হয়। | উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)।
|
১৫ | সমবায় বিভাগঃ উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান, ১টি কেন্দ্রীয় সমবায় সমিতি সহ মোট ২৫৭টি সমিতির অডিট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ২০১১-১২ অডিট বর্ষে সর্বমোট ৪,৪৩,৯৫০/-টাকা অডিট ফি আদায় পূর্বক সরকারী কোষাগারে জমা করা হয়েছে। | আলোচ্য কার্যক্রম সমেত্মাষজনক। নিয়মিত সভায় উপস্থিত থেকে বিভাগীয় সকল কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করার অনুরোধ জানানো হয়। | উপজেলা সমবায় কর্মকর্তা। |
১৬ | পলস্নী উন্নয়ন বিভাগঃ উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভায় এ বিভাগের চলমান ৬টি প্রকল্পের ঋণ কার্যক্রম ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের ঋণ আদায়ের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করেন। আদায়ের হার মোটামোটি সমেত্মাষজনক।
| ঋণ আদায়ের হার সমেত্মাষজনক পর্যায়ে ধরে রাখাসহ এর হার শতভাগে উন্নীত করণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। | উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা। |
১৭ | বন বিভাগঃ ফরেস্টার, বনবিভাগ জলবায়ু পরিবর্তনের বিরম্নপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বিতরনযোগ্য মোট ৪৫,০০০টি চারার বিতরন প্রসংগে আলোচনা করে জানান, এ যাবৎ ১৬,৫০০টি চারা বিতরন হয়েছে। ইউ,পি, চেয়ারম্যানগন হতে চাহিদাপত্র পাওয়া না যাওয়ায় বাকী চারা সমূহ বিতরন করা যাচ্ছে না । | প্রতিটি ইউনিয়নে ১,০০০টি করে ১৫টি ইউনিয়নে ১৫,০০০টি চারা বিতরনের সিদ্ধামত্ম গৃহীত হয়। ইউ,পি, চেয়ারম্যানগন নিজ ইউনিয়নের চারা সমুহ ট্রাকযোগে ইউ,পি, কার্যালয়ের সমুখে্খ নিয়ে বিতরন করবেন এবং বিতরনার্থে মাষ্টাররোল দাখিল করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। | ফরেস্টার, বন বিভাগ ও ইউ,পি, চেয়ারম্যান।
|
১৮ | বিবিধ ঃউপজেলা নির্বাহী অফিসার জানান, ডি,সি, কাপ ফুটবল টুর্ণামেন্ট/২০১৩ চলমান। এ খেলায় ফরিদগঞ্জ উপজেলা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। উপজেলার ভাবমুর্তি বৃদ্ধির নিমিত্ত ফাইনাল খেলায় জয়লাভ পূর্বক বিজয়ের কাপ নিয়ে আসার লÿÿ্য খেলোয়ারদের উৎসাহ প্রদানের জন্য সকল ইউ,পি, চেয়ারম্যানদের নিজ নিজ ইউনিয়নাধীন দর্শকসহ ফাইনাল খেলার দেখার প্রসত্মাবনা ও অনুরোধ জানান। | ফরিদগঞ্জ উপজেলার ভাবমুর্তি বৃদ্ধির লÿÿ্য ফাইনাল খেলায় জয়লাভের নিমিত্ত খেলোয়ারদের উৎসাহ প্রদানের জন্য সকল ইউ,পি, চেয়ারম্যানদের নিজ নিজ ইউনিয়নাধীন দর্শকসহ চাঁদপুর স্টেডিয়ামে উপস্থিত হয়ে ডিসি কাপ ফুটববল টুর্ণামেন্টের ফাইনাল খেলা দেখার/ উপভোগ করার জন্য ইউ,পি, চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়। | ইউ,পি, চেয়ারম্যান (সকল)।
|
সভায় বস্ত্তনিষ্ঠ আলোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারনের সুবিধার্থে সংশিস্নষ্ট বিভাগীয় কর্মকর্তাকে কার্যক্রমের সুনির্দিষ্ট তথ্য উপাত্তসহ অংশগ্রহন নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হয়। সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক উপজেলার উন্নয়নে সকলের আমত্মরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(মোজাম্মেল)
চেয়ারম্যান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ
ও
সভাপতি, উপজেলা পরিষদ সভা
ফরিদগঞ্জ, চাঁদপুর ।
স্মারক নং-০০.২০.১৩৪৫.০০০.০৯.০০৩.১৩.৭০৭(৪০) তারিখঃ ২০/০৮/২০১৩খ্রিঃ
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ
1. মাননীয় মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
2. মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-৪, ফরিদগঞ্জ ।
3. সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
4. বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম ।
5. জেলা প্রশাসক, চাঁদপুর ।
অনুলিপি অবগতি ও কার্যার্থেঃ
6. উপজেলা ---------------------------------------------------------- কর্মকর্তা, ফরিদগঞ্জ, চাঁদপুর ।
7. চেয়ারম্যান, ------------------------------------------------------ ইউ,পি, (সকল), ফরিদগঞ্জ, চাঁদপুর
8. জনাব ------------------------------------------------------------------------------------------------------------------
(মোহাম্মদ সাহেদুল ইসলাম)
উপজেলা নির্বাহী অফিসার
ফরিদগঞ্জ, চাঁদপুর ।
ফোনঃ ০৮৪২২-৬৪০০১
E-mail:unofaridganj@mopa.gov.bd
পরিশিষ্ট- ক
২৮-০৭-২০১৩ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদ সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ
(পদের জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
ক্রঃ নং | কর্মকর্তাবৃন্দ | প্রতিনিধি সদস্যবৃন্দ |
1. | উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ | উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ |
2. | উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা | ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ |
3. | উপজেলা কৃষি কর্মকর্তা, ফরিদগঞ্জ-এর প্রতিনিধি | চেয়ারম্যান, ১নং বালিথুবা(পঃ) ইউ,পি |
4. | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ৩নং সুবিদপুর(পূর্ব) ইউ,পি |
5. | উপজেলা প্রকৌশলী, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ৫নং গুপ্টি(পূর্ব) ইউ,পি |
6. | উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ৬নং গুপ্টি(পঃ), ইউ,পি |
7. | উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ), ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ৮নং পাইকপাড়া(দঃ) ইউ,পি |
8. | উপজেলা শিক্ষা অফিসার | চেয়ারম্যান, ৯নং গোবিন্দপুর(উঃ) ইউ,পি |
9. | উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ১২নং চরদুঃখিয়া(পঃ) ইউ,পি |
10. | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ফরিদগঞ্জ-এর প্রতিনিধি | চেয়ারম্যান, ১৪নং ফরিদগঞ্জ(দঃ) ইউ,পি |
11. | উপজেলা যুব উন্নয়ন অফিসার, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ১৫নং রূপসা(উঃ) ইউ,পি |
12. | উপজেলা সমবায় অফিসার, ফরিদগঞ্জ |
|
13. | উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার, ফরিদগঞ্জ |
|
14. | ফরেস্টার, বন বিভাগ, ফরিদগঞ্জ |
|
ক্রঃ নং | কর্মকর্তাবৃন্দ | প্রতিনিধি সদস্যবৃন্দ |
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, ফরিদগঞ্জ | মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ | |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ২নং বালিথুবা(পূর্ব) ইউ,পি | |
উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ৪নং সুবিদপুর(পঃ) ইউ,পি | |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ফরিদগঞ্জ | চেয়ারম্যান, ৭নং পাইকপাড়া(উঃ) ইউ,পি | |
ডিজিএম, ফরিদগঞ্জ জোনাল অফিস, চাঁদপুর পলস্নী বিদ্যুৎ সমিতি | চেয়ারম্যান, ১০নং গোবিন্দপুর(দঃ) ইউ,পি | |
| চেয়ারম্যান, ১১নং চরদুঃখিয়া(পূর্বঃ) ইউ,পি | |
| চেয়ারম্যান, ১৬নং রূপসা(দঃ) ইউ,পি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS