Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাহেবগঞ্জ নীল কুটি
স্থান
ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রাম সড়ক পথে ফরিদ্গঞ্জ থেকে ৭ কি,মি দূরে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
সড়ক পথে ফরিদ্গঞ্জ থেকে ৭ কি,মি।
বিস্তারিত

ফরিদগঞ্জ উপজেলার এই ঐতিহাসিক গ্রামটিতে ফিরিঙ্গী গোলন্দাজ বণিকেরা নীল চাষের খামার হিসেবে একটি ব্যবসা কেন্দ্রে ও শহর গড়ে তুলেছিল। গ্রামটির নকশা এবং রাস্তা-ঘাট, জল নিস্কাশনের খাল, পাকা কালভার্ট, বারটি স্থানের পুরাতন দালানকোঠা ও জেলহাজত খানার বিভিন্ন নমুনায় এটাই প্রমাণ করে এবং পুরুষানুক্রমে লোকমুখে গাল-গল্প সংগ্রহে জানা যায় এটা একটি শিল্প ও বাণিজ্য এলাকা্ ছিল। বর্তমানে এ এলাকার বাসিন্দা কিছু সংখ্যক খলিফা নামধারী দর্জীদিগকে ফিরিঙ্গী বণিকেরা মধ্যপ্রাচ্য হতে আমদানী করে ঢিলা পোষাক তৈরী করত: বিভিন্ন রং-এ রঙ্গিন করে বিদেশে চালান দিত। তাই নীল চাষ করতে অনিচ্ছুক চাষীদিগকে শাস্তি ও ভয় দেখাবার জন্য জেলহাজতের ব্যবস্থা করেছিল। তখন হতে ঐ সকল বিদেশী দর্জীরা এখানে স্থায়ীভাবে বসবাস করা আবম্ভ করে।