Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

ফরিদগঞ্জ উপজেলা উল্লেখ্য যোগ্য নদী হল

ডাকাতিয়া নদী

ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য-২০৭ কিলোমিটার। বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত এই নদী। নদীটি ভারতের ত্রিপুরা পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা-লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে। যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। চাঁদপুর থেকে এই ডাকাতিয়া নদী যোগ হয়েছে কুমিল্লার গোমতীর সঙ্গে ইহা ২৩০.২০ অক্ষাংশে এবং ৯১০.৩১ দ্রাঘিমা বিস্তৃত। যা বামদিকে দক্ষিণে প্রবাহিত হয়ে ফেনী নদীতে মিশেছে।                     

ডাকাতিয়া নদী ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে । ডাকাতিয়া নদী ফরিদগঞ্জ উপজেলার সাথে চাঁদপুর এবং নেৌয়াখালীর যোগাযোগ স্থাপন করে । ডাকাতিয়া নদী দ্বারা ফরিদগঞ্জ উপজেলার কৃষি,মস্য ইত্যোদি চাষে উপকৃত হয়েছে । ডাকাতিয়া নদীর দু‍’তীরে অসংখ্য গাছে সারি এতে করে ফরিদগঞ্জ উপজেলাকে আরো সন্দর্য্য মন্ডিত করছে । এক সময় এই নদীর উপর দিয়ে বরিশাল ,ভোলা ,শরিয়পুর,ফরিদপুর ,নারায়নগঞ্জ ,ঢাকা ,নরসিংদী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল পরিবহন করা হতো ।